কে রাখে মনে!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


মানুষ তো সবই বিধাতার গড়া
তবুও কি পায় সকলেই সম মান!
ক’জনই বা তারে অন্তরে রাখে
যে গায় খুশিতে রাস্তার পাশে গান!


নিশীথের বুকে যদি জাগে চাঁদ
স্নিগ্ধ তৃষায় সকলেই দেয় সাড়া,
ঝোপের আড়ালে জোনাকের হাসি
সুজন বিনে তা দেয় কি কারেও নাড়া!
দুখিনীর দ্বার বিবেকও তো ভুলে
যদিও সে করে ভিক্ষার থালা দান!


শ্রাবণের ধারা যদি আসে নেমে
জলধির বুক উচ্ছ্বাসে উঠে মেতে,
ক্ষণিকের তরে কে রেখেছে মনে
ক’ফোঁটা শিশির ঝরেছিল তার ক্ষেতে!
শোভা বর্ধনে যতই হাসুক
ঘাস ফুল তবু মাল্যে পায় না প্রাণ!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৫/২০২১ইং।