কেঁদো না শালিক তুমি! ও আমৃত্যুর নির্বাসন
========================@@@


(১) কেঁদো না শালিক তুমি!


কেঁদো না শালিক তুমি হিজলের ডালে
গোধূলি বেলার এই ধারে,
তোমার মায়াবী চোখে দেখলে গো পানি
খুব বেশী মনে পড়ে তারে!


স্মৃতির ভেলায় উড়ে সোনালি সে’ চিল
বুকে নিয়ে দগদগে ক্ষত,
পাঁজরে ডুকরে উঠে ব্যথাহত আশা
ডানা ভাঙা ডাহুকের মতো!


জমলে ব্যাকুলে মেঘ নীলিমার দেশে
জলধির বুকে জাগে সাড়া,
আমি তো মানুষ বলো নেই কি এ’ দেহে
তৃষিত লহুর চির ধারা?


(২) আমৃত্যুর নির্বাসন


চাইলে পারতে তুমি
সোনালি চিলের পাখে
গড়তে আমাকে নিয়ে চিরন্তন স্বপনের সিঁড়ি,
অথচ তা ভুলে দিলে
আমৃত্যুর নির্বাসনে
তামাম পৃথিবী আজ আমি দেখি
যক্ষের সে’ রামগিরি।


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন