কেন জাগে!
====================@@@


কাঁদলে গহীনে পাখি,
মমতায় জাগা শাশ্বত প্রেমে
ভিজে উঠে দু’টি আঁখি!


রুক্ষতা যদি প্রকৃতির বুকে
কর্কশে গড়ে কারা,
ধেয়ে আসে মেঘ সিঞ্চনে দিতে
শীতল পরশে সাড়া।


জৈবিক শ্বাসে বৃক্ষের ডালে
কিশলয়ও হাসে ফিরে,
ধরে না কি মা’কে উত্থলানো স্নেহ
শিশুর কাঁদনে ঘিরে!


আকাশ পাতাল আছে একই ডোরে
রবে চিরকাল মাতি,
আত্মিক টানে তবে কেন জাগে
সংশয়ে জ্বলা বাতি!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন