খোকার ঘুম
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


চাঁদের বুড়ি আয়রে নিয়ে
খোকার চোখের ঘুম,
জ্যোৎস্না তারা একটু দে না
গাল ভালে দুই চুম।


আয়রে উড়ে জোনাক বাতি
ভর না আলোয় ঘর,
আমার খোকা নিদ্রা যাবে
সইছে না আর তড়।


ডাক দিবি না হুতোম পেঁচা
যায় যদি ঘুম খোকা,
জাগলে তোরে কানটা ধরে
খুব দিব আজ বকা।


গান গেয়ে যা ময়না টিয়া
বসবি গাছের ডালে,
ময়ূর বুঝি পেখম তুলে
নাচবে গানের তালে।


কাল সকালে আসবি চলে
কাক শালিকের দল,
মিট মিটিয়ে চাইলো খোকা
চোখ করে ছল ছল।


===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৪/২০২০ইং।