খোকনের প্রশ্ন
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


মায়ের গলা জড়িয়ে ধরে
ছোট্ট খোকন কয়,
যাই যদি মা অচিন দেশে
লাগবে কি তোর ভয়?


হাসবো বসে তারার ভিড়ে
দেখতে তোরই মুখ,
তুই যদি মা কাঁদিস বসে
থাকবে কি মোর সুখ?


রোজ নিশিতে আসবো নেমে
দেখতে মুখের হাসি,
জানলা খুলে ঘুমাস যদি
থাকবো না বল খুশি?


অদ্র্ধাহারে জীবন গড়ে
যাস যদি তুই শুকে,
কেমন হবে মনটা কেঁদে
থাকবো কি খুব সুখে?


থাকতে চেয়ে পথের পানে
যায় যদি তোর বেলা,
পাখ-পাখালি কাঁদতে শেষে
ভুলবে না বল খেলা?


তুই যদি মা কাঁদিস দুখে
সন্ধ্যা সকাল বসে,
আকাশ থেকে তারার মেলা
পড়বে না বল খসে?


পাক প্রকৃতি পবন তারা
চন্দ্র ভানুর আলো,
দেখে মা তোর একটু হাসি
বাসবে না বল ভালো??


============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৪/২০২০ইং।