====================@@@


পথিক চলেছে একা ব্যস্ত দু’পায়ে
চলনে সয়ে সে আলো আঁধারের খেলা,
যেন এ তাড়ন সবই জনমের দায়ে
তবু দ্যাখে আরবারে পিছু ফিরে বেলা।


ক্লান্তির ভারে দেহ ক্ষয়ে যাওয়া বাড়ি
থাকতে চায় না মনে সজীবতা আর,
প্রীতি বাঁধনে দিতে বিশ্বাসে পাড়ি
নব আশে তবু খুলে ব্যাকুলে দুয়ার।


যতোই মনন থাক স্বপ্নের ক্ষেতে
উছল খুশিতে ঢেকে চলতি ক্ষরণ,
দিনে দিনে জমে থাকা অবসাদ মেতে
বেলা শেষে ঠিকই নিবে কেড়ে সে রণন।


অঙ্কুরী আশা গেলে অবশেষে হেরে,
কখনো উঠে কি চারা বীজ থেকে বেড়ে!!


             (মাত্রাবৃত্ত)
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন