পথিক চলেছে একা ব্যস্ত দু’পায়ে
চলনে সয়ে সে আলো আঁধারের খেলা,
যেন এ তাড়ন সবই জনমের দায়ে
তবু দ্যাখে আরবারে পিছু ফিরে বেলা।
ক্লান্তির ভারে দেহ ক্ষয়ে যাওয়া বাড়ি
থাকতে চায় না মনে সজীবতা আর,
প্রীতি বাঁধনে দিতে বিশ্বাসে পাড়ি
নব আশে তবু খুলে ব্যাকুলে দুয়ার।
যতোই মনন থাক স্বপ্নের ক্ষেতে
উছল খুশিতে ঢেকে চলতি ক্ষরণ,
দিনে দিনে জমে থাকা অবসাদ মেতে
বেলা শেষে ঠিকই নিবে কেড়ে সে রণন।
অঙ্কুরী আশা গেলে অবশেষে হেরে,
কখনো উঠে কি চারা বীজ থেকে বেড়ে!!
(মাত্রাবৃত্ত)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৯/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অসাধারণ ভাবনায় জীবনের পথ - তবুও
" অঙ্কুরী আশা গেলে অবশেষে হেরে,
কখনো উঠে কি চারা বীজ থেকে বেড়ে "
অনেক বড় প্রশ্ন - যা সারা জীবন ঘিরে থাকে।
খুব ভালো লাগল কবি। শভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
পথিক তার গন্তব্য খুঁজে পাক, এই কামনা রইল।
অনন্য সুন্দর জীবনমুখীর কাব্য লেখনী!
খুব ভালো লাগলো।
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
সবটুকু জীবনকে ঘিরে...
সুন্দর উপমা...
পরিচ্ছন্ন ব্যাখ্যা...ভালোলাগা রেখে গেলাম মন ভরে।
ভালো থাকুন প্রিয় কবি।অনাবিল শুভেচ্ছা রইল।
অনবদ্য দারুন মনগ্রাহী কাব্য
ভারী চমৎকার জীবনমুখী রূপক সনেট। সুন্দর উপস্থাপনা ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
মনোমুগ্ধকর কথা লিখেছেন কবি
চমৎকার রূপকে বাস্তব জীবনমুখী কবিতা, ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
নব প্রয়াসে স্বাগত। আগেও অবশ্য পেয়েছি আপনার কলমেই। চমৎকার। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
ছন্দ মিলানো কবিতা প্রিয় কবিজী। ভাল লাগা রইল। শুভদুপুর।।
দারুণ ভাবনার প্রতিফলন ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
আশা নিয়ে জীবনের পথ চলার অনন্য কাব্যিকতায় মাত্রাবৃত্তের সনেট প্রণয়ন।
নতুনত্বের ছোয়া দিয়েছেন।
হার্দিক শুভকামনা জানাই, সুন্দর অসুস্থ থাকুন সতত।
জীবনমুখী ,কত আশায় ভরা জীবন অপূর্ব সনেট কাব্য , মুগ্ধ ,
শুভেচ্ছা প্রিয়কবি । ভাল থাকুন সদা ।
জীবনবোধের এক অসাধারণ মননশীল উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অসাধারণ প্রকাশ। আন্তরিক শুভকামনা সবসময়েই।
ভালো লিখেছেন। কবিতাকে নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম মন্দ না। সনেট কবিতা সাধারণতঃ অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়ে থাকে। সনেট মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়; তা জানতাম না। শুভ কামনা কবি বোরহানুল ইসলাম লিটন নতুন ধারার কবিতা পাঠের সুযোগ করে দেয়ার জন্য। তবে, মাত্র চারটি শব্দের যথাযথ প্রতিশব্দ সংস্থাপন করে অক্ষরবৃত্ত করা যেতো।