খুঁজবি রে সখা!
==========================@@@


ভাববি রে সখা তুই খুব নিরজনে
যেদিন খেলবে মিলে ছেঁড়া স্মৃতি দু’চোখের নীরে,
গাইলেও সারি গান দখিনা সমীর
হয়তো সেদিন আমি থাকবো না মানুষের ভিড়ে!


তৃষ্ণার্ত আশায় বসে তটিনীর পাড়ে
দেখবি হতাশে একা সুদর্শন যদি যায় উড়ে,
অদূরে থাকলে ক’টা হংসের ছানা
নিশ্চয় শান্তনা দিবে ওরা ডেকে সোহাগিনী সুরে।


সতেজ ঘাসের পাশে ফড়িঙের খেলা
করলে বিকেল বেলা শালিকেরে বেশ জ্বালাতন,
ষোড়শী মেঘের দেশে পৌঁছবার আশে
আমাকে ভেবেই তোর জানি হবে উতলা ও’ মন।


যাচবি গমের পাশে সরষের ক্ষেতে
অস্ফুট ব্যথার ভূমে ছড়ায়ে সে ছাগলের ছল,
হঠাৎ ডাকলে কাক কুহেলির আড়ে
হারানো দিনের ধারা গড়ে দিবে যমুনা অতল।


তবুও খুঁজবি ধেয়ে গোধূলির তলে,
রাখালি বাঁশির সুর নয়তো বা ডাকাতিয়া গলে!


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন