খুকির জবাব
[email protected]@@
স্বপ্নে দেখি এসে
ফুলপরী এক খুকির পাশে
বলছে হেসে হেসে!
’ও সখী আজ আমার সাথে
ঘুরবে পরীর দেশে?’
কও তো সেথা বাগে,
কতো রঙের ফুল ফুটে রয়
সূর্য উঠার আগে?
দীঘির জলে শাপলা হাসে
পদ্ম পাশে তার,
শান বাঁধানো ঘাটের ধারে
জুঁই চামেলির ঝাড়।
বকুল বেলি দেয় খুলে সব
গন্ধ ঢেলে দ্বার।
উঠোন ভরা গোলাপ জবা
গ্যান্দা ঘরের চালে,
শিউলী চাঁপা দেখতে পাবে
পৌঁছলে খুব সকালে।
দুলবে আরও হরেক যা ফুল
চাও যদি নীচ ডালে।
কয় খুকি এই ফাঁকে,
এই বুঝি রে ডাকে!
যায় যদি মা আমিও যাবো
কও না তুমি তাকে!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
05/04/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অপূর্ব সুন্দর শিশুতোষ কাব্য কথন। শুভকামনা চিরকাল প্রিয় কবি।
খুব সুন্দর রচনা । দারুণ ভালো লাগল । অনেক শুভেচ্ছা নেবেন ।
দারুণ আবেগময় প্রকৃতি প্রেমের ছড়া কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
আপনার এ লেখাটা শিশুতোষ বললেও এতো চমৎকারিত্ব নিয়ে আজ উপস্থাপিত হলো যা ভাষায় নোঝাতে পারছি না। আজকের সেরা পাঠ্য। এতোগুলো ফুলের সমারোহ নিয়ে প্রশংসনীয় সমাপনে আকৃষ্ট হলাম খুব।
আমার সালাম আপনাকে।
চমৎকার শিশুমনের জন্যে শিশুতোষ ছড়া। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
চমৎকার শিশুতোষ ছড়া-কবিতায়
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
খুব ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অনন্য উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ দুপুর প্রিয় কবি
চমৎকার শিশুতোষ ছড়ায় মুগ্ধতা ছড়ানো অনুভূতি জাগে প্রিয় কবি। অসাধারণ ধারণা! ভালো থাকবেন সবসময়।
মাকে ছাড়া খুকি কোথাও যাবেনা! দুর্দান্ত শিশুতোষ ছড়া! দারুন ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
শিশুতোষ বুঝলাম, কিন্তু শেষ প্যারাটা সব বুড়োর হৃদয়েও কষে আঁচড় দেবে।
অভিনন্দন, সম্মানিত কবি।
মনোলোভা শিশুতোষ ছড়া কাব্য ,অপূর্ব প্রকাশ ।
অশেষ মুগ্ধ , শুভেচ্ছা , প্রিয়কবিকে ।
ভাল থাকুন সদা।
চমৎকার শিশুতোষ কবিতা
অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি
অসাধারণ একটি শিশুতোষ কবিতা
উপস্হাপনা করে গেলেন কবি।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।