খুকির জবাব
===================@@@


স্বপ্নে দেখি এসে
ফুলপরী এক খুকির পাশে
বলছে হেসে হেসে!
’ও সখী আজ আমার সাথে
ঘুরবে পরীর দেশে?’


কও তো সেথা বাগে,
কতো রঙের ফুল ফুটে রয়
সূর্য উঠার আগে?


দীঘির জলে শাপলা হাসে
পদ্ম পাশে তার,
শান বাঁধানো ঘাটের ধারে
জুঁই চামেলির ঝাড়।
বকুল বেলি দেয় খুলে সব
গন্ধ ঢেলে দ্বার।


উঠোন ভরা গোলাপ জবা
গ্যান্দা ঘরের চালে,
শিউলী চাঁপা দেখতে পাবে
পৌঁছলে খুব সকালে।
দুলবে আরও হরেক যা ফুল
চাও যদি নীচ ডালে।


কয় খুকি এই ফাঁকে,
এই বুঝি রে ডাকে!
যায় যদি মা আমিও যাবো
কও না তুমি তাকে!


===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
05/04/2022ইং।



@বোরহানুল ইসলাম লিটন