কলির অলি (গীতিকাব্য)
[email protected]@@
কলি যুগের অলি আমি
ফুল বিনে চাই মধুর স্বাদ,
কেউ জানে না কিবা আমার জাত।
ভাল্লাগে না মায়ের কথা
আসলে পাড়ার মাসি,
ভুগলে ক্ষণিক বাপ অসুখে
রই না পাশাপাশি।
দুধের পিয়াস রুখতে করি
ঘোলের সাথে রোজ আঁতাত -
কেউ জানে না কিবা আমার জাত।
প্রেম সুধা সুর খুঁজতে যাচি
মদনা রতির তাড়া,
বললে যে কেউ ধর্ম কথা
বোধ তারে দিই ভাড়া।
কে আমি কার বুঝতে হানি
পরের দোরে রোজ আঘাত -
কেউ জানে না কিবা আমার জাত।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
দারুণ রম্যে রুপকে অনিন্দ্য সুন্দর উপস্থাপনায় বাস্তব চিত্র।
খুব ভাকলো লাগলো কবি।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
বেশ সুন্দর মর্মস্পর্শী কাব্য
গীতিকাব্যে আমরা পাই আবহমান বাংলার কথা, গান। আপনি যে গীতিকাব্য শোনালেন, যে শর্টকাট কালচারের কথা গীতিকাব্য ভঙ্গিমায় আনলেন, তা এক নজীরবিহীন সৃষ্টি। আমার হার্দিক অভিনন্দন আপনার প্রতি, সম্মানিত কবি।
অসাধারণ লিখেছেন কবি। রুপকের আড়ালে অনেকটা বাস্তব লকিয়ে আছে। যা আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবিকে।
দুধের পিয়াস রুখতে করি
ঘোলের সাথে রোজ আঁতাত-
কেউ জানে না কিবা আমার জাত।--অপূর্ব কাব্য কথা।
ভারী চমৎকার রূপক কাব্য। ভাবনা, গভীরে ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
রূপকের আড়ালে চমৎকার রম্য রসের গীতি কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
খুব সুন্দর অনুভূতির সুন্দর কবিতা
রূপকের আদলে দারুন রম্যকাব্যে
বিমোহিত হলাম প্রিয় কবি।
শুভ কামনা রইল।
চমৎকার জীবনবোধের অনন্য সুন্দর কবিতা পাঠে হৃদয় ছোঁয়া অনুভূতি পেলাম প্রিয় কবি। শুভকামনা থাকলো আপনার জন্য
অভাবনীয় উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ দুপুর প্রিয় কবি
অপর্ব কথা মঞ্জুরি। ভাব গাম্ভীর্যে আর রূপকল্পে একটি অনবদ্য সৃষ্টি।
একদম যথার্থ ভাবনার দুর্দান্ত কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুন মননশীল দার্শনিক উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অসাধারণ দর্শন নির্ভর উপস্থাপনা;
আসুক মানুষের সেই চেতনা।
প্রিয় কবি বন্ধুকে জানাই প্রানভরা শুভেচ্ছা ও ভালবাসা।ভাল থাকবেন সতত কবি বন্ধু ।