কঞ্জুস
[email protected]@@
পাশের গাঁয়ের কদবেল আলী
ভীষণ চতুর লোক,
কোনদিন তারে করতে দেখিনি
পরের কারণে শোক।
কঞ্জুস বলে বেশ আছে খ্যাতি
যদিও পায় না দাম,
সুখে-দুখে তবু সকলেরই মুখে
জেগে থাকে তার নাম।
জমি-জমা আছে পুকুরেও মাছ
খায় না কভু সে ভালো,
খরচের ভয়ে ভুলেও দেয় না
জ্বালাতে সাঁঝের আলো।
কথা বলে সদা শুদ্ধ ভাষায়
চকচকে রেখে সাজ,
খাওয়ার আসরে দেখা যায় তারে
সামনে করতে রাজ।
সেদিন গঞ্জে এক লোক ডেকে
আতর দেখেই হাতে,
শুধায় আপনি বেরুতে কি এটা
ছিটিয়ে দেন না গা’তে?
জবাবে কয় সে সুবাসে কি কেউ
সম্মান দিবে দেখে!
তাইতো গোপনে কিঞ্চিত রাখি
নাসিকা রন্ধ্রে মেখে।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
31/03/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
একটি নান্দনিক কঞ্জুস কথন। অভিনন্দন, সম্মানিত কবি।
দারুন নান্দনিক কাব্য !কৃপনের সমান দাতা নেই !না খেয়ে না পরে জমা করে ,মৃত্যুর পর অন্য ধন সম্পত্তি ভোগ করে ! প্রিয় অশেষ শুভেচ্ছা জানাই !
ভালো থাকুন সবসময় !
শুভরাত্রি !
অভিভূত অনুভূতির বেশ দারুণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ বিকেল প্রিয় কবি
এমন মানুষও এখন পৃথিবীতে আছে! আমি ভাবি এ শুধু নাটক সিনেমায়! খুব ভালো লাগলো কবি, আপনার সুন্দর কবিতা।
দারুণ উপভোগ্য রম্য রচনায় মন ভরে গেলো। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
রগড় মিশানো জীবনবোধের দারুন উপস্থাপনা প্রিয় কবি! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
ভারী সুন্দর রম্য কবিতাটি ভীষণ উপভোগ্য!
খুবই ভালো লেগেছে প্রিয় কবি,
শুভ কামনা রইল।
রম্য রসের এ এক দারুণ কাব্য ! চমৎকার ভাবনায় অপুর্ব সুন্দর উপস্থাপনা । শুভকামনা নিরন্তর প্রিয় কবি ।
কবি খুবই ভালো লিখেছেন পাঠে বেশ ভাল লাগল ধন্যবাদ।
রম্য কবিতা, চমৎকার হয়েছে। প্রিয় কবি প্রতিটি লাইনের শব্দগঠন অত্যান্ত সুন্দর হয়েছে। শুভ কামনা নিরন্তর আপনার জন্য.........
কেয়াবাৎ!!!
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনবোধের রম্য কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
সুন্দর রম্য কবিতা। শুভকামনা রইল।
তির্যকে ,রম্য কথা ,অনন্য ছান্দিক কাব্য ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
রম্য রসে ভরা অসাধারণ জীবনবোধের কবিতা ।খুবই ভালো লাগল কবি ।ভালো থাকবেন সবসময় ।
অসাধারণ জীবনমুখী অনবদ্য কবিতা পাঠে মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। কৃপণতা ভরপুর। ভালো লাগলো। শুভকামনা থাকলো।
দারুন রম্য রচনা! মাত্রাবৃত্ত ছন্দের দুর্দান্ত কারুকাজ! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।