কপালে গোপাল টলে (ট্রায়োলেট -৪১)
=======================@@@


বাঁচে কি পরাণ শুধু যমুনারে স্মরি?
কপালে গোপাল টলে হয়েও মাশুকী,
পালালে না বুঝে শেষে মালিনী কিশোরী!
বাঁচে কি পরাণ শুধু যমুনারে স্মরি?
গোধূলির পাড়ে বসে কাঁদে সে’ বাঁশরী,
’কোথায় দুধেল ধেনু ছিলো যে আশেকী!’
বাঁচে কি পরাণ শুধু যমুনারে স্মরি?
কপালে গোপাল টলে হয়েও মাশুকী!


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৭/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন