করবে ক্যা ভাই?
========================@@@

করবে ক্যা ভাই কানা বগী তালগাছে আর বাস?
জাগে পুঁটির যেটুকু রেশ
ভোঁদড় করে দশ আনা শেষ
তবু থাকে ক্ষুধায় কাতর মিটেই না তার আশ!

বোয়াল গজার চার আনাতে রয় কি আড়ে খুশি!
শোল টাকিদের দুই আনাতে
খামচা হানে দিনে রাতে
জনম ভরই নাক চেটে যায় কাঁটার তরে পুষি!

========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৬/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন