কর্মেই মান ও মায়ের দৃষ্টি (অনু)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

কর্মেই মান
=======###
চলছে আয়ু    বায়ুর বেগে
নেই তবু তোর দৃষ্টি জেগে
হায় রে অবুঝ মন,
                দু’দিন পরেই    কাঁদবি বসে
                সব মোহ তোর ফেললে খসে
                সত্য শেষের ক্ষণ।

হয়তো চিনে    আপনা জনা
আফসোসে তোর স্বার্থী ফণা
খুঁজবে তখন ত্রাণ,
               শুনবে কি তা    কালের জঠর
               তোর পাপে রণ গড়বে কঠোর
               রাখতে বিধির মান।

মায়ের দৃষ্টি
======###

ছোট্ট মুরগী ছানা - না শুনে মায়ের মানা
           করছে লুকাতে বুকে
             পাখাটাকে ফাঁক।
জেদে হয়ে পরাজিত - মাতা হলো সচকিত
            তখনি ডাকলো উঁচে
                কর্কশে কাক।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১১/২০২০ইং।