কর্মই জীবন
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!


সয়ে সদা শত নাশকের ঘাত
প্রকৃতির অবহেলা,
শুধু কি তটিনী কুলু কুলু রবে
প্রবাহতে করে খেলা!
রাখতে সে মান চলনের মূল
গড়ে তুলে তার সবুজে দু’কূল
তবুও কি কেউ বসতি না পেলে
রাখত হৃদয়ে ঋণে!
জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে!


যদি বা না ভরে অবারিত মাঠ
সবুজ শস্য ক্ষেতে,
উঠতো কি সদা বাতাসের দোলে
প্রাণিকুল খোশে মেতে!
না ধরলে কভু সুমধুর ফল
ক’জনই বা যায় বৃক্ষের তল
তবু জেনে মন না হলে ব্যাকুল
কর্মের ফল বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!


(আত্মোপলব্ধিতে ক্ষুদ্র জ্ঞানে লেখা আমার এই
নগণ্য প্রয়াসটি অত্যন্ত প্রিয় কবি ‘হাজেরা কোরেশী অপি’-র
প্রতি অতি আন্তরিক শ্রদ্ধার সাথে উৎসর্গ করলাম।)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০২/২০২১ইং।