কথা (বাটারফ্লাই সিনকেইন)
=====================@@@
কথা
বিরল ফেরেও
মঞ্চে হলে ভোতা,
থাকবে কি আর সামনে বসে
শ্রোতা?
ভাব যা ফেলে উড়াল দিবে
চুপটি র’লেও জেগে,
আতা গাছের
তোতা!
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
সম্মানিত কবি, জীবন চেতনায় রূপকতার অপূর্ব কথন। শুভ কামনা আপনার জন্য।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
চমৎকার আবেগময় অনুভূতির প্রকাশ।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
শুভেচ্ছা অবিরত।
মঞ্চে হলে ভোতা,
থাকবে কি আর সামনে বসে
শ্রোতা?
অসাধারণ! অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি। শুভ সকাল।
অভিনন্দন রইলো।