কথ্যই নয়, সত্য!
====================@@@

চাষী যদি কাশি দেয়
খাসি ডাকে ফেরে,
দাসী যদি হাসি দেয়
মাসি যায় ছেড়ে।

জাতি ভেবে ছাতি দিলে
খ্যাতি পড়ে ফাঁদে,
লাথি মেরে হাতি দিলে
পাতি ঘুরে চাঁদে।

অলি ঘুরে গলি চিনে
জ্বলি অনুরাগে,
কলি মিয়া বলী চিনে
থলি ভরে আগে।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৯/২০২২ই।




@বোরহানুল ইসলাম লিটন