কও তো ভায়া!
========================@@@


বলছো- না হোক সন্ধ্যা ভাবুক
রাত আসুক বা নাই বা আসুক
আঁকবো তবু পূব আকাশে রবি?
নিজকে সঁপে বিরল ঘোরে
ভাবনা পরের টুকলি করে
এমনিভাবে যায় কি হওয়া কবি!


প্রেম প্রকৃতির কর্ণ মলি
ঘুরলে আশা অলি-গলি
মিলতে পারে শ্যামল ছায়ে পাখি,
মন না হলে টাটকা গজা
কাব্য লেখা খুব কি সোজা
কও তো ভায়া সত্যে মেলে আঁখি!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন