কূল মাপ ও প্রেম (অনু)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


কূল
====================@@@
কালের জঠরে কভু থেমে গেলে প্রাণ
যদি বলো হারায়েছে জনমের মূল,
থামলে স্রোতের ধারা খোয়ে সার মান
তবে কি তটিনী হয় হারা দুই কূল??


মাপ
====================@@@
মাপ বিনে সার
    বুঝতে পারি আমি,
        আকাশ পাতাল
            ঠিক কতোটা দূরে,


মন যে আমার
    সবচে কাছের গামী,
        দিশ মিলে না
            কোন মাপে সে ঘুরে।।


প্রেম
====================@@@
শ্বাশত প্রেমের তোড়ে হৃদ হলে চাঁদ,
চলনে থাকে না আর বিভেদের বাঁধ।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১২/২০২০ইং।