লাল বরণের সূর্য
====================@@@


সবুজ মাঠে ঢেউ খেলে বাও
দোলে ধানের শীষ,
পত্র নাচে ঠিক নীচে তার
রব করে ফিস ফিস!
দোয়েল বাজায় শিস!


উজান গাঙে পাল উড়ে গায়
ভাটিয়ালি গান,
বাউল বুঝে একতারা তার
বক্ষে রেখে প্রাণ!
মুয়াজ্জীন আজান!


হরেক সাজে ছয় ঋতু গা’র
পাল্টে বলে চাম,
কৃষক শ্রমিক রোজ হেসে তার
কর্মে সপে ঘাম!
বাপ-দাদার সুনাম!


বেলা শেষে সবাই তবু
খোঁজ করে তকদীর,
লাল বরণের সূর্য শুধু
গড়ে সবুজ নীড়,
রাখতে সে তার বীর!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন