মায়ের ডাক (সনেট)
======================@@@


ও পাখি চলেছো কোথা ভেসে আঁখি জলে,
খুব বুঝি অভিমানে দূর সীমানায়!
ভেবেছো ডাকছে কি না দরদিয়া গলে
’আয় খোকা আয়’ বলে দুখিনী মাতায়!


তবে কি অনাথ তুমি নেই মাতা নীড়ে!
কখনো দাওনি ঘুম মহতীর কাঁকে!
কি করে পাবে গো তবে আপনাকে ফিরে,
যদি না রইল ডাক ব্যাকুলা সে’ বাঁকে!


কতো সুর ভেসে আসে নিশি-দিন কানে
যেন তা বাঁধনে গড়া অধরার ভেলা,
তবুও ক্লেশিত মন খুঁজে সে’ বিতানে
সঞ্জীবনী যে জবানে সদা করে খেলা।


মা বিনে এমন ডাক মিলেছে কি কভু,
যা শুনে ইশারা দেন হৃদে বসে প্রভু!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন