মান্নার কান্না
=====================@@@

মোড়লের বাড়ি এসে প্রতিবেশী মান্না,
’ক্ষমা করো’ বলে সাঁঝে জুড়ে দিলো কান্না।

শুধায় ওরে ছেলেটা কি সেজে আজ কংস,
ভিটে-মাটি বাড়ি-ঘর করেছে সে ধ্বংস?

না  হুজুর ওরে নিয়ে করি সে-তো গর্ব,
ও কি পারে কেড়ে নিতে দড়ি বিনে সর্ব!

’দড়ি গেছে’ শুনে ভাবে বেদনা কি সস্তা,
নিয়ে যা-তো ঘর থেকে পাটে ভরা বস্তা!

তবু খাড়া দেখে বলে আরো চাই নকরি?
ধীরে বলে দড়িতে যে বাঁধা ছিলো বকরি!

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৫/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন