টুকরো কথা -৪৪ (মানুষ ও অমানুষ)
=========================@@@


’মান আর হুঁশ’
এই দু’য়ের সমাহারেই মানুষ,
প্রদর্শিত হয় যা প্রতিটি সুমতির স্বভাবে।


’গ্যাস বিনে চুপসে রয় ফানুস
কান্ডজ্ঞানহীনে মানুষ হয় অমানুষ’


খুব ভাবতাম এক সময় সঙ্গোপনে -
আমি ‘মানুষ না অমানুষ!’


যারা মানুষকে বুকে টানে
বিধাতা তাদের ভালোবাসেন,
ভালোবাসেন যাদের বিধাতা
স্ব-অবস্থানে খুশি রয় তারা আমৃত্যু।


এখন নিত্যই খুঁজি -
আমাকে যারা সখ্যতায় বেঁধেছে
প্রকৃত পক্ষে তারা কেমন আছে
‘দুঃখে নাকি সুখে!’


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৮/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন