মানুষেতে প্রীত হলে মানুষের প্রাণ,
রবে না এ' দুনিয়াটা গোড়া একরোখা।
শোভিবে না কারো গলে দূষিত জবান,
মানুষেতে প্রীত হলে মানুষের প্রাণ।
মানুষই মানুষে হোক মানুষের গান,
চিরতরে হেরে যাবে বেদ্বীনের ধোকা।
মানুষেতে প্রীত হলে মানুষের প্রাণ,
রবে না এ' দুনিয়াটা গোড়া একরোখা।