মেঘের বৃষ্টি (শিশুতোষ)
====================@@@


ব্যাঙ মিলে এক পুকুর ঘাটে
করছে শুনে খেলা,
দেখতে এসে ভিড় করে মেঘ
বাঁধলো বিশাল ভেলা।


থাকবে কি পিছ কার আগে কে
উগ্র কথায় মাতি,
গোমরা করে মুখগুলো সব
গড়লো আঁধার রাতি।


আফসোসে তাই কাঁদলো যখন
ধীর বা জোরে থেমে,
অশ্রু এলো রিম ঝিমা ঝিম
বৃষ্টি হয়ে নেমে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/১০/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন