মেনেই হয়েছি ভুখা চিল! ও প্রেমের তৃষা
============================@@@


(১) মেনেই হয়েছি ভুখা চিল!


যে নজরে নেমে স্নাত শিশিরের কণা
সতেজ চুম্বনে করে ধরণীরে সর্বদা যতন,
কে পারে ভাবতে তার হৃদয়ের মায়া
কখনো হারাতে পারে কার্তিকের স্রোতের মতোন?


মেনেই হয়েছি ভুখা চিল -
গেলেও গগনে উড়ে চেয়ে থাকি নীচে
যদিও পাই না আজ কোনখানে মাছে জাগা বিল!


(২)  প্রেমের তৃষা


খোয়েও আঁখির তারা আঁধারের বুকে
প্রেমের ব্যাকুল তৃষা চিরকাল রয় বলে সুরে,
গভীর নিশীথে লাখো নক্ষত্রও টলে
হয়তো দুখের ভারে নয়তো বা অনুরাগে পুড়ে!


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৮/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন