টুকরো কথা -৬৩ (মৃত্যু ও প্রাণ)
==========================@@@
চলন্ত রথে বসে শুধুই বাঁচার তরে
প্রতিনিয়ত দেহ রাঙিয়ে -
অথচ মানুষ চলেছে মৃত্যুপুরীর দিকে,
তবে কেউ কেউ -
স্বীয় মৃতদেহ ঠুকে কবিতা লিখতে লিখতে।
মৃতদেহ মানে লাশ
সুকর্ম (যে কোন) মানে প্রাণ
প্রাণের কথাকলি-ই নিশ্চয় কবিতা।
বলতে পারো, ’কাকে বলে মৃত্যু??’
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
তখনই প্রাণোচ্চারণ থেমে যায়...
তাকেই মৃত্যু বলে জানায়...
রেবতী***
দরুণ মুগ্ধ হলাম প্রিয় কবি।
ভালো থাকুন শুভকামনা রইল।
শুভেচ্ছা,শুভকামনা নিরন্তর কবি।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা, প্রিয় কবি।
প্রিয় কবি.
আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। কেমন আছেন আপনি?
অত্যন্ত আনন্দের সাথে শেয়ার করছি যে, বাংলাদেশ প্রাক-প্রথমিক ইসলামী কিন্ডারগার্টেন পর্যায়ে- শিশুদের জন্য সহজবোধ্য-
পাঠ্যবই : ছড়ার আনন্দ (দ্বিতীয় শ্রেণি)
আমার ছড়া-‘খুকির যাওয়া বন্ধ’
এবং
পাঠ্যবই : সহজ ছড়া (তৃতীয় শ্রেণি)
আমার ছড়া-‘আমাদের গাঁও’
নির্বাচিত ও সংযুক্ত করা হয়েছে। যা আগামী ২০২৪ সাল থেকে প্রাক-প্রথমিক ইসলামী কিন্ডারগার্টেন শিশুদের পাঠ্যবই হিসাবে বিবেচিত এবং পঠিত হবে ইনশাল্লাহ্।
সত্য হয়না ফাস----
খুব ভালো বললে কথা গুলো প্রিয় ভাই।
ভালো আছো তো?
কুশলে থাকো সবসময়।
শুভ কামনা রইল দিদির।
জীবনবোধের সুন্দর , কাব্য পেলাম, মুগ্ধ !!
শুভসকাল , প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা , শুভেচ্ছা জানাই । ভাল থাকুন সদা ।