ম-ধ্য-বি-ত্ত
======================@@@
এই যে বলি ও’ যদু
ব্যাগ ধরে কষে -
আজও আছো বসে?
তারচেয়ে লাগবে যা
কিনে তাড়াতাড়ি -
ফিরো দেখি বাড়ি!
বলি কি দোকানি ভাই
ভালো আছে দেল -
কতো চলে তেল?
বুঝে গেছি ব্যপারটা -
চাল ডাল চিনি আটা
আছে চারাগাছ,
সবজির সম হারে
মাংস ও মাছ।
নুন ঝাল সবই পাবে
ছোট ভাবো নাকি?
চেয়ো নাকো বাঁকি!
অতো কিছু লাগবে না
চালে বাড়ে পুঁই,
মোটা তাজা দেখে শুধু
টাকি মাপো দুই!
কল্লার কিরে -
বলো কি হে যদু ওরা
দামে মানে হীরে!
শোন বলি ধীরে -
ছালুনে চুবিয়ে এনে
ফের দিলে ফিরে??
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
ধার করলে মান যায় কিনে খেতে পয়সা নাই । না পারে ধার চেয়ে সম্মান খুয়াতে আর পয়সা অত নাই কিনে খেতে । সঠিক প্রেক্ষাপট । প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা জানাই ।
ভালো থাকুন ।
সুন্দর ভাবনা...
ঝলমলে আঙিনা...দারুণ শৃঙ্খলে বাঁধা জীবনবোধে জমে উঠেছে ছড়া...ভালোলাগা রইল মনেতে ভরা।
ভালো থাকুন প্রিয় কবি।নির্মল শুভেচ্ছা রইল।
শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর কবি।
শুভ কামনা রেখে গেলাম।
আশায় আশায় কাটে কাল ।
সুন্দর কাব্য , অপূর্ব ছড়া প্রকাশ ,মুগ্ধ !!
শুভসকাল , হার্দিক শুভেচ্ছা ,প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
অনেক অনেক অভিনন্দন রইলো সম্মানিত কবি।