মদনার দোষ (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥

মদনা মোদের সভ্য ছেলে
এক শুধু তার দোষ,
বৃদ্ধা বুড়ি দেখলে নাকি
মন করে তার ফোঁস।

তাই সবে আজ দুঃখে বলে
মন গহীনের শোক,
দিন দুপুরে দেয় নাকি টিপ
লাজ হীনে দুই চোখ।

বলনু ডেকে বলতো মদন
নয় কভু আজ ছল,
দিই যদি দুই মস্ত ডানা
করবি কি তুই বল?

বললো যাবো মন খুশিতে
মাঠ ছেড়ে ঐ বিল,
দূর গগনে চলবো ভেসে
ঠিক যেন এক চিল।

মেঘের সাথে দোস্তি করে
খুঁজবো তারার দেশ,
সূর্য্যটাকে করতে দখল
ভয় পাবো বল বেশ?

অন্তে গিয়ে চাঁদের দেশে
মন যদি হয় খোশ,
হিমেল বায়ে ঘুরবো হেসে
হোক না দু’এক ক্রোশ।

পাই যদি তায় চাঁদের বুড়ি
কাটবো কি আর জিভ,
এক নিমিষেই মারবো হেসে
দুই চোখে চার টিপ।

==================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৭/২০২০ইং।