মজুরের মন
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


কান্নায় বুক ভরা
চোখে নেই জল,
এরা চির ঘাম ঝরা
মজুরের দল।


আধা পেট নেই খানা
মুখ ভরা হাসি,
সব খোয়ে তবু গড়ে
স্বপ্নের রাশি।


সুখে রেখে পরিবার
খাটে অবিরাম,
টুপ করে ডুব দেয়
দিয়ে গা’র ঘাম।


বৃষ্টিতে খেটে চলে
নেই মনে দুখ,
রোদ তাপে খুঁজে ফিরে
আপনার সুখ।


দান করে অকাতরে
পায় না তো কিছু,
দুখ ভেবে চির সাথী
ছাড়ে নাকো পিছু।।


=================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৪/২০২০ইং।