মন চায়
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


মন সদা মোর গন্ধে মেতে
চায় যেতে ওই শস্য ক্ষেতে
দেখতে নতুন ধান,
উড়বে সেথায় পাখনা মেলে
রোদ বাতাসের ছন্দে খেলে
গাইলে কৃষক গান।


থাকলে পাশে ছাগ গরুর দল
কিংবা হাঁসের ডাক কোলাহল
হোক না খানিক দূর,
রয় যদি এক রাখাল ছেলে
চুপ করে তার ঢুকবে দেলে
শুনতে বাঁশির সুর।


দল বেঁধে সব দুষ্টু কিশোর
জমায় যদি ঢঙ্গী আসর
ধরতে কাদায় মাছ,
থাকতে পাশে বন্ধু হয়ে
হোক তবু তা খলই বয়ে
ছাড়বে না আর পাছ।


মাঝ বিলে লাল শাপলা তুলে
দেয় যদি কেউ পরান খুলে
লম্বা গানের হাঁক,
দৃষ্টিটা তার কাড়তে হেসে
মন হতে চায় মুগ্ধ বেশে
বক শালিকের ঝাঁক।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১০/২০২০ইং।