মনের মতি (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
===============//



জন্ম লভে মানব কুলে
জীবন আমার ধন্য,
সুধায় ভরা মুখটি গড়া
হৃদয়টা মোর অন্য।


সাজতে ভালো পরের চোখে
করছি নানান কান্ড,
ভাবটা ধরি অসীম জ্ঞানী
শূন্য আমার ভাণ্ড।


পরের দুখে মনটা কাঁদে
মুখ রাখি তাই বন্ধ,
দিনটা কাটে বন্ধু বেশে
শুকতে পরের গন্ধ।


মিথ্যা শঠে হৃদয় ভরা
গতির জীবন ছন্দ,
ফুসকে উঠি রণ মেজাজে
কয় যদি কেই মন্দ।


ত্যাগ প্রদানে শত্রু বাড়ে
বুদ্ধিটা মোর পোক্ত,
দান ফিরালে দুঃখ পাবে
হাত রাখি তাই মুক্ত।


যশ সুনামে কর্ম দামে
লম্বা আমার হস্ত,
কাঁদতে শেষে বলবে হেসে
মানুষটা তু্ই মস্ত।।


********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৪/২০২০ইং।