মনো কাকা (রম্য)
বোরহানুল ইসলাম লিটন



আমাদের মনো কাকা
রাশ ভারি লোক,
চেহারাটা মায়া ভরা
টেরা দুই চোখ।


বুদ্ধিটা সাদা-মাটা
লেখা-পড়া কম,
ফুটবল প্রিয় খেলা
ক্রিকেটের যম।


হয়নিকো বিয়ে সাদি
নেই দোষ-ঘাট,
বয়সটা বেশি নয়
বারো কম ষাট।


সুন্দরী ছাড়া তবু
করবে না বিয়ে,
মেয়ে দেখা ছত্রিশ
গতকাল দিয়ে।


আজ গিয়ে ভিন গ্রাম
পাত্রিটা ভালো,
চেহারাটা ঝাক্কাস
বংশের আলো।


মনো কাকা দেখে বলে
মত্যের চাঁদ,
খাওয়া দাওয়া সম্মানে
বেশ অভিজাত।


এমন পাত্রী যদি
হয় হাতছাড়া,
অনুতাপে ভরে মন
হবে দিশেহারা।


মেয়ের মা এসে বলে
পাত্রটা কে?
’আমি’ বলে মনো কাকা
পরলো বিপাকে।


আরেক দিনের স্মৃতি
ভেসে উঠে মনে,
আজকের মা ছিল
সেই দিন কনে।


লজ্জা শরমে খুঁজে
পালাবার পথ,
বাড়ি এসে ক্রোধে তাই
নাকে দেয় খত।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০১/২০২০ইং।