নানারূপী সমাগম
[email protected]@@
রোজ দেখি তদবিরে - কতো লোক ঘুরে ফিরে
রঙে রূপে মনে হয় একই প্রাণ,
সকলেরই গতি হাসে - ভাষা আশা নিঃশ্বাসে
থাকলেও ধ্যানে জ্ঞানে ব্যবধান।
কেউ যাচে সুখী মন - কেউ সাজে দুর্জন
জানি তো লহুর ধারা নয় দুই!
স্বার্থের কষাঘাতে - জাগলেই তবু রাতে
কারো হাতে শোভে ফাল কারো সুঁই।
অথচ বখিলও মানে - সামনে বা নিরজনে
ধরণীর আয়ুকাল স্থায়ী নয়,
শঠতার কর্ষণে - সম্পদ আহরণে
যদিও সে দ্বিধাহীন নির্ভয়।
নানারূপী সমাগম - চলছেই হরদম
গড়ছে যা হৃদে হৃদে নব ক্ষত,
এরই মাঝে কিছু পণ - ঢাকছে যা অর্জন
নিজেরে রাখতে শুধু অবনত।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অসাধারণ অন্তমিল, শুভেচ্ছা জানিবেন প্রিয় কবি।
বৈচিত্র্যময় পৃথিবী বৈচিত্র্যময় মানুষের সমাগম! দারুন ভাবনার অনবদ্য উপস্থাপনা প্রিয় কবি! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কবিতার সুর ছন্দ দোলায় দুলে উঠলাম কবি।
আবেগঘন জীবনের অনন্য কাব্য। নান্দনিক উপস্থাপন। মুগ্ধ হলাম প্রিয় কবি অসংখ্য ধন্যবাদ।
দারুণ বললেও কম বলা হবে।
পাঠক হিসেবে বিমোহিত। অপূর্ব। শুভেচ্ছা কবিকে।
অসাধারণ মানবতাবাদী অনন্য সুন্দর জীবনবোধ চিত্রায়ণ মন ভরে উঠলো প্রিয় কবি। অপূর্ব! অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য।
মানবতার পক্ষে দারুন রূপককাব্য।
মন ছুঁয়ে গেল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
আবেগঘন জীবনের অনন্য কাব্য। নান্দনিক উপস্থাপন। মুগ্ধ হলাম প্রিয় কবি অসংখ্য ধন্যবাদ।
প্রিয় কবি, অপূর্ব নিবেদনে কবিতাটি ফুটে উঠেছে। মুগ্ধ হলাম। শুভ কামনা আপনার জন্য।
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনবোধ আর মানবতাবাদী ভাবনার বিবিধ কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
ভালো লাগার এক অনুপমা প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সারাক্ষণ
অসাধারণ জীবনবোধের কবিতা। শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি।
সুন্দর মানবতাবাদী কবিতা। শুভকামনা রইল কবির কবিতা
মানবতার গভীরের কথা- কাব্য , মুগ্ধ ।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়, শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়কবি ।
অপূর্ব অভিব্যক্তি ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা সতত/
অসাধারণ
চমৎকার উপস্থাপন