নিলবিসের সন্তান
======================@@@
যদি কেউ সামান্য স্বার্থের তরে
তোলা খানিক হলুদ লেপ্টে থাকা
বত্রিশটি দাঁত বের করে দুর্গন্ধ ছড়াতে
সম্মুখে বারে বারে দেয় লালা ঝরা হাসি,
সহ্য করে নিও!
কিংবা যদি কেউ হিংসায় মাতাল হয়ে
তোমার গায়ের সুগন্ধ নষ্ট করতে
প্রতিদিন আপন প্রস্রাব ছুঁড়ে মারে পিছনে,
তাও সহ্য করে নিও!
নিশ্চয় এরা একদিন অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নিবে।
কিন্তু, মায়ের সম্মান দু’পায় দলে
মাসীর প্রশংসার তরে দেয়া
বিউটিশিয়ান দিয়ে সাজানো
লাজ বদনী মুখের খলবলে হাসি,
কক্ষনো সহ্য করো না!
কারণ-
এহেন অপরাধকারী আর সহ্যকারী দু’জনেই
’নিলবিসের সন্তান’।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
তবে, কোনটাই সহ্য করা উচিত নয় আমার মতে।
লাইদিলে মাথায় উঠবে এই আপ্তবাক্য মেনে।
শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
শুভেচ্ছা অন্তহীন, কবি বন্ধু।
অনন্য কাব্যিকতায়
মুগ্ধ হলাম।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
কয়জনা পারব আমরা হাতের তালুতে জ্বলন্ত কয়লা
রেখে ঈমানের বলিষ্ঠতা প্রমাণ করতে!
দারুন রূপক কবিতায় অভিভূত হলাম।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
বোঝায় চাই বোদ্ধা ।
মানবতাবাদী , মনোমুগ্ধকর, সুন্দর জ্ঞানবান কাব্য , মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
লেখাটা মন্দ হয়নি। অনেক শুভকামনা।
শুভেচ্ছা অশেষ কবি ।
সুন্দর নির্দেশনায় অপূর্ব কাব্যিক বারতা।
হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।