নিশ্চিত জানাতে যদি!
===========================@@@


’সাধের জনম হবে শুধু দু’জনার’
নিশ্চিত জানাতে যদি একবার সব বাঁধা টুটি,
এখনও বলছি বাক পৌঁছবে না জানি
হতাম বন্ধনে চির কার্তিকের বেঁকে চলা পুঁটি।


করতাম স্বচ্ছ জলে খুব মাতামাতি
মেঘের ছায়ায় গড়ে মায়াধারী বিশ্বাসের বল,
শাপলা পাতার পাশে বসে কানাবগি
তির্যক নজর ছুঁড়ে ভুখা পেটে র’লেও অটল।


লেজের আঘাতে ভেঙে শ্যাওলার সারি
ধানগাছে সেঁটে থাকা শামুকের বুকে রচে ভয়,
পালায়ে যেতাম মিলে খানিকটা দূরে
সহসা হবেই মেনে হংসরা সদলে উদয়।


এভাবে নামতো রাত দিবসের শেষে,
পানির স্থিরতা পেয়ে নয়তো বা স্রোতে
চন্দ্রিমা দেখবে মুখ আরশিতে ভেবে ভেবে হেসে।


নিস্পন্দ আবেশ এসে শরীরের খাঁজে
চাইতো করতে জানি অবশেষে তন্দ্রার আবাদ,
তবুও অতল আশে শুনতাম দোঁহে
কলমির আড়ে জোড়া ডাহুকের সুরেলা বিবাদ।


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৮/২০২৩ই।



@বোরহানুল ইসলাম লিটন