নিশির শিশির ও ডাহুকের ডাক
==========================@@@
(১) নিশির শিশির
সুবহে সাদিক দিলে দেখা অবশেষে
সকলে অধীর হয় আদিত্যের তরে
ক’জনা পাঁজরে রাখে খেরোখাতা ক্ষণিক নিশির!
অথচ এ’ মন ঘুরে প্রকৃতির দ্বারে
দাঁড়াতে পারি না চেয়ে সুবোধের সারে
ব্যাকুলে যেন বা ডাকে আমাকেই অবলা শিশির!
(২) ডাহুকের ডাক
যখন চন্দ্রিমা বসে পাকুড়ের ঘাড়ে
নিস্তব্ধ নিশীথে গেলে কাজলার ধারে
পাশে এসে হিম সমীরণ
রচে চলে মৃদু আলাপন
মেঘেরা বাঁধলে উঁচে চাক?
পুষ্পিত সফেদ ডানা মেলে
কলমির কোন এক ঘন ঝাড় ফেলে
ভেসে আসে ডাহুকের ডাক!
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৮/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
উঁকি মারে চাঁদ পাতার ফাঁকে !
পয়োধর সমিরন আসমানে ভাসে ,/ চাতক উঁচিয়ে মাথা বারি যাচএ পিয়াসে !"
প্রিয় কবিকে অশেষ সুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।