নন্দি আমার বন্দি!
====================@@@


বন্য জীবন ধন্য হবে মেনে,
দৃষ্টি চোখের মিষ্টি ছিলো
কৃষ্টি পথে ছেনে।
রুদ্ধ হলে পণ -
যুক্তি দিয়ে ‍উক্তি গড়ে
মুক্তি দিতো মন।


নন্দি আমার বন্দি মাটির ঘেরে,
নষ্ট করে কষ্টরা আজ
অষ্ট প্রহর কেড়ে!
তপ্ত বুকের চাপ -
শান্তি দিয়ে ভ্রান্তি গুনে
ক্লান্তিতে সন্তাপ!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন