ও হে অন্ধ মনা! (ছড়াক্কা ছন্দ)
=========================@@@


বেড়াও দেখি লাট্টু সেজে হাতে বিরল ফোন,
কেমন আছে বৃদ্ধ পিতা
ক্ষণিক রাখো খবর কি-তা?
মাতা খেলো মাড়, রেখে ভাত
বুঝেই ছুঁড়ো পাল্টা আঘাত?
কও তো ভায়া সত্যি তুমি কোন গ্রহাণুর জন?


পিতা-মাতার যত্ন নিতে কিসের জাগে দুখ?
বলছি ও হে অন্ধ মনা!
যতোই সাজো গর্বে ঘনা,
না পেলে মা’র চরণ দু’টি
নিঃস্ব পিতার দোয়ার খুঁটি,
ঠুকলে মাথা মিলবে কি এই-ওই জাহানে সুখ?


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৬/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন