ওখানে কি ---
=========================@@@


ওই দুরে প্লাটফর্ম
ট্রেন চলে ঝম ঝম
বেজে উঠে এই বুঝি ভুখা সাইরেন -
তুমিও ওখানে কোন মেঠো পথে বসে
ভাবো কি আমারি মতো একাকী এহেন?


ষোড়শী মেঘেরা বেঁধে মিলেমিশে ভেলা,
এখানে বিকেলে খুঁজে শালিকের মেলা!
বিটপীতে রাখে পণ
হিম হিম সমীরণ
তাপিত বেলার সাথে সেরে লেন-দেন -
ওখানে কদম তলে বসে কোন কবি
পড়ে কি এমনই ক্ষণে বনলতা সেন?


অবারিত মাঠে পেয়ে শ্যামলা নিলয়,
আজি এ’ আকাশ রূপে বড় মায়াময়!
কার তরে ছুঁড়ে আড়ি
বলাকারা এঁকে সারি?
তটিনীর ধারে হাসে দেখে তা সফেন -
খুব ভাবি এলে এই প্রকৃতির কাছে
ওখানে কি সেই কালা বাঁশরী বেচেন?


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০১/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন