অনাথের মৃত্যু (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


গ্রামের ওই যে অপয়া অনাথ
আজিকে গিয়াছে মারা,
অবলা কাতরে যতনে কেঁদেছে
রাত্রি জাগিয়া সারা।


পাশের বাড়ির ভদ্র ছেলেটা
ভীষণ হয়েছে খুশি,
অকারনে নাকি ওর কাছে যেতো
আদরের ধন পুষি।


মহাজন সে তো আত্ম হারিয়ে
চুলকে দু’হাতে ভুঁড়ি,
গরবের দাবী রাত্রে আমার
খাবার করেছে চুরি।


এক গাল হেসে মোড়লের বাণী
বেশ তো হয়েছে বেশ,
রাত দিন খেয়ে আখের আবাদ
ওই তো করেছে শেষ।


গরীব দুখির ব্যথা ভরা মনে
বিবেক উঠিয়া জেগে,
দু’ফোটা অশ্রু নিভৃতে ফেলে
কবরে দিলো তা ঢেকে।


কেন প্রভু তুমি অভাগা অনাথ
জন্ম দিয়েছো দীনে?
অবহেলা যার জীবন সঙ্গী
মরে সম্মান হীনে?


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৬/২০২০ইং।