অন্যথায়
=========================@@@
সারা বছর পরিপূর্ণ রাখবে সমস্ত
শস্য ভাণ্ডার
হামাগুড়ি দিতে দিবে না ক্ষণিকও
সভ্যতাকে
প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে তৈরী করবে
প্রতিরক্ষার তোরণ,
তুমি শুধু সুনিশ্চিত করো জনসমষ্টির অধিকার!
যদি না পারো জানিয়ে দিও-
হামিলিনের বাঁশি বাজিয়ে নিয়ে চলে যাবো
অবশিষ্ট মানবিক ভগ্নাংশদের।
দায় কার-
কালের পাতায় তা লিপিবদ্ধ হলে
ঘৃণ্য প্রতিশোধ হিসেবে?
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৯/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
"তুমি শুধু সুনিশ্চিত করো যেন জনসমষ্টির অধিকার!"- শাসকের প্রতি এ সময়ের একমাত্র প্রত্যাশা; অনন্য উপমা রূপকে অসাধারণ একটি কবিতা।
অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
শুভ সকাল।
তুমি শুধু সুনিশ্চিত করো যেন জনসমষ্টির অধিকার!
যদি না পারো জানিয়ে দিও-
কতখানি হতাশা গ্লানি রয়েছে এ কবিতার ভিতরে তা পরিমাপ করা সম্ভব নয়!
দেশ প্রেমের অসাধারণ কবিতা! দারুন মুগ্ধ হলাম প্রিয় কবি! ভালো থাকুন সবসময়।
অপূর্ব কথা কবিতা।
যদি না পারো দেবো বিস্রজন।
আমরায় করেছি যখন আবাহন।
ভাল থাকবেন।
রক্তিম শুভেচ্ছা ।