পুষ্পের কিংবা কস্তুরির নয়
নয় মর্গের বাতাস,
কৃষ্ণকায় এক পাহাড়ের গর্ত থেকে
কেবলি বেরোয় -
অলৌকিক খুব গন্ধযুক্ত শ্বাস।

জানা নয়
এতটুকু নয় চেনা,
অথচ তা যেন লক্ষ বছরের আত্মাজীবি
সম্পাদনে লেনা-দেনা।

কি আছে ওখানে, প্রাণ?
নাকি জেগে আছে অন্য পৃথিবীতে
মন্দাকিনীর লোবান?

সুরঙ্গের পথে
একাকী নীরবে
যদি কভু হয় হেঁটে যাওয়া একদিন,
নিশ্চিত পারবো
গন্ধ শুঁকে ওই -
আমি হতে আমিহীন!