আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলো ছিলো
অনেকটা শেফালি ফুলের হাল,
রাত্রিবেলা ফুটে যেন ঝরে যাওয়া ভোরে
খোয়ে আয়ুষ্কাল।
তারপর আবার নতুন -----------
দিনে দিনে এই কথোপকথন
রূপান্তরে হলো -
অন্য রকম অরোধ্য ক্ষুধাবাহী লালা,
যা নিশ্চয় নয় শাসকের
নয় নিরন্নের অন্তর্জ্বালা।
কতো যুগ কেটে গেলো একাকীত্বের অধীনে
অদূরে সায়াহ্ন আজি,
অথচ ক্ষুধার্ত আমি
ভীষণই ক্ষুধার্ত
অমাবস্যার চকোর সাজি -
মাত্র ক'টা বাদাম খাবার পণে,
পাশাপাশি রয়ে
কলেজ ক্যাম্পাসের ভীরু কোন নির্জনে।