====================@@@


স্নিগ্ধ বিকেল বেলা,
সুহাসিনী মেঘ মেতে আলাপনে
গড়ছে শুভ্র ভেলা।


প্রতিদিন ভাবে বকুলের তলে
ভাঙা দেহী একজন,
অস্ফুট তার ব্যাকুল চিত্ত
নিভৃতে গোনে ক্ষণ।


আধো ভেজা দু’টি চঞ্চলা আঁখি
সময়ের সাথে যুঝে,
পাপিয়ার ডাকে আরবারে ফিরে
হারানো প্রিয়ার খোঁজে।


মৃদু কম্পনা তর্জনী তুলে
নীলিমায় এঁকে ছবি,
ভীরু অনুনয়ে বাঁধতে সে চায়
অস্তাচলের রবি।


আজও তো দেখছি, হয়তো বা দেহে
দাঁড়াবার নেই বল,
শুয়ে আছে তবু বৃক্ষ কোটরে
আশা রেখে অবিচল।


হঠাৎ ই যেন সে বিস্মিত হলো
থামলো যুগল আঁখি,
দেখে তা বেহালে সাড়া দিলো ডেকে
বকুলের ডালে পাখি।


(কবিতাটি প্রিয় কবি ’অভিজিৎ জানা’ র
’অনিশ্চয়’ কবিতা পাঠে অনুপ্রাণিত হয়ে
লেখা। তাই নিরন্তর শ্রদ্ধার সাথে প্রিয়
কবিকেই এই ক্ষুদ্র প্রয়াসটি উৎসর্গ করলাম )


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩-০৮-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন