ওরা কি চশমখোর?
====================@@@


ধুসর হৃদয় আছে নেই তাতে বৃষ্টি,
চর্ম চক্ষে জাগা লোভাতুর দৃষ্টি।
স্বার্থের বীজ বুনে
মাতোয়ারা মাথা গুনে
বিবেক বিকাতে বলে ‘কালের এ তো কৃষ্টি!’
কহরালী ভেবে বলে দেখে সে আসর,
ওরা কি চশমখোর?


রাতের উদরে মেরে যাদুকরী ঠোক্কা,
দিনের আলোয় চষে গয়া কাশী মক্কা।
হাসির প্রতিটি গিটে
শয়তানি মিটমিটে
ছলন লুকাতে ভাবে ঝেরেছি যা ছক্কা!
কহরালী দেখে বলে গড়া সে বাসর,
ওরা কি চশমখোর?


যে জন খুঁজে না কিসে মিথ্যা বা সত্য,
দেয় কি জগত তারে চেতনার পথ্য?
লোভ হলে চিরসাথী
মননে গড়ে সে রাতি
তাতেই আঁধার থাকে আজীবন মত্ত!
কহরালী বলে যারা ভাবে তা হাশর,
ওরা কি চশমখোর?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১১/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন