ও রে অন্তিম প্রাণ!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ও রে অন্তিম প্রাণ!
হৃদয় বীণার ছিঁড়ে গেলে তার
বাজে কি সুরেলা গান!


তপ্ত মাতালে উন্মাদ হলে
সর্বগ্রাসী সে বায়ু,
ঝঞ্ঝা নিঠুরে কেড়ে নেয় হেসে
কুঞ্জ বনের আয়ু।
পড়ে থাকে তাতে কতো ফুল ফল
স্বপ্নের আশা ভুলে,
অনাদরে হারে যদি বা কুড়ায়ে
সুজন বিনে তা তুলে।


ছিন্নের তোড়ে প্রাণ মন কেঁদে
যদি করে হাহাকার,
কি বা লাভ আছে বিরান গৃহের
গড়ে মজবুত দ্বার!


ও রে অন্তিম প্রাণ!
ঋতুর চক্র বিনে কি কখনো
বাঁচে ধরণীর প্রাণ!


ফসলের মাঠে সবুজ ঊর্মি
কতো যে আশার খেলা,
উছল খুশিতে মেঘ দেখে বুঝি
বাঁধে আপনার ভেলা।
কখনো বর্ষা সব কেড়ে নেয়
দিয়ে যায় শেষে পলি,
চলনে তো তাই বন্ধ হয় না
নব স্বপ্নের গলি।


ভাঙা গড়া সেতো বিধাতার খেলা
সবখানে বহমান,
হারানোটা বুঝি শুধু তোর বেলা
ও রে অন্তিম প্রাণ!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১২/২০২০ইং।