অতৃপ্ত আশা ও কও দেখি?
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


অতৃপ্ত আশা
=======///


চাঁদ নিশীথে প্রেম যদি যায় অন্তরেতে হাঁকি,
জ্যোৎস্না টা হয় নিভৃতে তার দুখ বিরহের সাকী।
মন যদি চায় পাখনা মেলে শূন্যে যেতে উড়ে
অমনি এসে মেঘগুলো দেয় দূর নীলিমা ঢাকি।


কও দেখি?
=======///


আচ্ছা প্রভু দূর গগনের ছন্দ হলো নীল,
মাঠ ফসলের গর্ব সবুজ জল ভরা খাল বিল।
পাক ধরণীর সব যদি হয় শিক্ষা জ্ঞানের দান
কও দেখি এই দাস অধমের মূর্খ কেন দিল??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৯/২০২০ইং।