অভাবের তাণ্ডব
বোরহানুল ইসলাম লিটন
==============
তুই হাসলে আমায় ফেলে
সব হয়ে যায় পর,
স্বজন ঘুরে চাদর মুড়ে
ঠিক বুঝি তার জ্বর।
পাল্টে সবে মুখের ভাষা
ভাগ্য খেলে ছন্দে পাশা
জীবন করে সর্বনাশা
চাল বিনে এক ঘর,
ভরসা আশা সব পালাতে
সয়না তাদের তড়।।
===============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৫/২০২০ইং।