অভাগার মন (৪০০তম)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


সদা কেঁদে ফিরে অভাগার মন
ধরা যেন তার আপনার নয়,
আত্মার বলে নেই কোন কিছু
হানা দেয় তবু হারাবার ভয়।


বিজলীর আলো দেয় নাকো দেখা
মেঘে ঢাকা বলে স্বপ্নের দেশ,
দখিনা বাতাস বয় না আশায়
এনে দিতে হিম পরশের রেশ।


নিশীথে লুকায় সলাজে ইন্দু
কেড়েছে বুঝি বা অমানিশা সব,
ফুটে না বাগানে সুবাসিত ফুল
পাখি বুঝি তাই করে না সরব।


কালের চক্রে আশা নিরাশার
দোলাচলে ঘেরা বন্ধুর পথ,
তবু টেনে চলে বাঁচবার আশে
মরণের দিকে চলনের রথ।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০২/২০২১ইং।