অভিজ্ঞান
======================@@@


অনাথই বালক ফুটপাতে বসা
শ্রীহীন চোখের ভাষা,
গাত্র ময়লা ছেঁড়া যা বসন
কোথায় রাখবে আশা!
হয়েছে কি ওর এতো লোক কেনো
দ্যাখে কি অমন করে?
কুবেরই বা কেনো নাক সিটকায়
হেগেছে কি তার দোরে?
অনেকে বলছে শানে-মানে এ তো
ভাগাড়ের কোন ব্যাগ!
ভাবো কম খুশি লাগায়ে ভদ্র
নিশুতির কালো ট্যাগ!
ধন্য হে বলী! সহজে বুঝালে
কাদের দখলে হুঁশ।
বললো না কেউ হোক ক্ষীণ স্বরে
’ও কিরে নয় মানুষ!’


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৪/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন